যেমন শহর দরকার "The Cities We Need" - A Keynote Presentation by Kazi Khaleed Ashraf for SmartCity Campaign

‘স্মার্টসিটি ক্যাম্পেইন' এর জন্য ধারণকৃত কাজী খালিদ আশরাফ এর মূলানুগ বক্তব্য; এখানে তিনি আধুনিক শহর এবং এর আনুষাঙ্গিক ধারণা, সেই সাথে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেছেন।

যেমন শহর দরকার “The #Cities We Need”

‘স্মার্টসিটি ক্যাম্পেইন’ এর জন্য ধারণকৃত কাজী খালিদ আশরাফ এর মূলানুগ বক্তব্য; এখানে তিনি আধুনিক শহর এবং এর আনুষাঙ্গিক ধারণা, সেই সাথে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেছেন।

স্মার্টসিটি ক্যাম্পেইনে ‘স্মার্ট সিটি ইনোভেশন হাব’ নামে তিনদিনব্যাপী একটি জাতীয় প্রদর্শণীর পাশাপাশি সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মশালার আয়েজন করা হয়েছিল। ‘স্মার্ট সিটি উইক ২০১৭’ আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই) এবং ইউএনডিপি বাংলাদেশ এর মূল উদ্যোগের সাথে নগর সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বুয়েট, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বেঙ্গল ইন্সটিটিউট অব আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এন্ড সেটেলমেন্টস; প্রেনিউর ল্যাব সব আরো উল্লেখযোগ্য সংখ্যক সংগঠন অংশগ্রহণ করছে।

Kazi Khaleed Ashraf’s keynote presentation for the “#SmartCity Campaign,” #Dhaka where he shed lights on the concepts of modern cities, along with Dhaka and #Bangladesh’s other cities’ present and the future.

SmartCity Campaign was a three-day “Innovation Hub” that showcased what government, non-government and private sector organisations are doing and drew on best practices in municipalities from around Bangladesh, primarily organized by the UNDP, Bangladesh​ and the a2i – Access to Information​ of the Prime Minister’s Office (Bangladesh)​ partnering with BUET, BIP, Bengal Institute​, Preneur Lab – Social Good Company​ and other organisations.