স্থপতি ক্রিস্টোফার বেনিনজার রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

Sat 3 Mar - Sat 3 Feb' 18

[Facebook Event Page]

আগামী শনিবার, ৩ মার্চ ২০১৮, সন্ধ্যা ৫ টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গল পাবলিকেশন্স থেকে খ্যাতনামা স্থপতি ক্রিস্টোফার বেনিনজার রচিত তরুণ স্থপতিকে লেখা পত্রাবলি’র প্রকাশনা অনুষ্ঠান। গ্রন্থটি মূল ইংরেজি থেকে অনূদিত। 

এই প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সভাপতি মীর মোবাশ্বের আলী, বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস্ অ্যান্ড সেটেলমেন্টস্-এর মহাপরিচালক কাজী খালিদ আশরাফ এবং বিশিষ্ট স্থপতি ও কবি রবিউল হুসাইন।

অনুষ্ঠান শেষে স্থপতি ক্রিস্টোফার বেনিনজার স্থাপত্যের দিক-দিগন্ত সম্পর্কে তাঁর ভাবনার কথা বলবেন।

আপনি আমন্ত্রিত

অনুষ্ঠানটি যৌথভাবে বেঙ্গল ফাউন্ডেশন এবং বেঙ্গল পাবলিকেশন্‌স কর্তৃক আয়োজিত।


Christopher Charles Benninger
Christopher Charles Benninger

ক্রিস্টোফার বেনিনজার ১৯৪২ সালে যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার অধ্যাপক। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে নগর পরিকল্পনা ও হারভার্ডের র্গ্যাজুয়েট স্কুল অফ ডিজাইনে স্থাপত্যবিদ্যা পড়েছেন। অনেক খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৭১ সালে বি ভি দোশির আমন্ত্রণে তিনি হারভার্ডের চাকরি ছেড়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন ও আহমেদাবাদে স্কুল অফ প্ল্যানিং স্থাপন করেন। ১৯৮৪ সালে ইউনাইটেড নেশন্স কমিশন অন হিউম্যান সেটেলমেন্টের থিম পেপার রচনা করেন তিনি। এরপর ১৯৮৬ সালে তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমন্ত্রণে নগর উন্নয়নের পজিশন পেপার রচনা করেন। নগর উন্নয়নের জন্য যে আর্থিক সহায়তা দিতে হবে, এই যুক্তি তিনিই প্রতিষ্ঠিতি করেছেন। বিশেষ করে, নিন্ম আয়ের মানুষের বাসস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নানা উদ্যোগের সঙ্গে তিনি জড়িত ছিলেন, যার মধ্যে কলকাতার বস্তি উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করা যায়। নগর দরিদ্রদের জীবনমান উন্নয়নে তিনি একজন নিবেদিতপ্রাণ বিশেষজ্ঞ।