Thu 29 Aug - Thu 5 Sep' 19
The August 2019 Session was a unique format of three public talks each followed by a seminar on the topic, from 29th August to 6th September, 2019.
THE PRESENCE OF ARCHITECTURE: THREE LECTURES
স্থাপত্যের উপস্থিতি: তিনটি বক্তৃতা
স্থাপত্যের রীতি ও চর্চা সার্বক্ষণিক বদলাচ্ছে ও পুনর্গঠিত হচ্ছে। নতুন নতুন পরিস্থিতিতে আমরা কিভাবে স্থাপত্য চিন্তা ও চর্চা পরিচালনা করব তার জন্য প্রয়োজন প্রগাঢ় আলোচনা ও অনুসন্ধান। এ কর্মকাণ্ডের ভিতর একটা প্রয়োজনীয় দিক হচ্ছে বাংলাদেশের আধুনিক ধারার বিবর্তনটা বোঝা।
স্থাপত্যের অর্থ ও পরিধি অনেক বিস্তৃত হয়েছে। শুধুমাত্র একটা বাড়িকে আর স্থাপত্য বলা যায় না। তাছাড়া একটা বাড়ি কোনভাবেই একটা স্বয়ংসম্পূর্ণ ভাস্কর্য নয়। বাড়ি একটা সামগ্রিকতার অংশ, তা হোক শহর, ল্যান্ডস্কেপ বা অঞ্চল। বাংলাদেশের ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে এটাই বড় সত্য। কোনটা এখন স্থাপত্য, স্থাপত্য কিভাবে বিবর্তিত হয়, স্থাপত্য ও সামকগ্রিকতার সম্পর্ক কী─ এসব বিষয় নিয়ে আয়োজিত তিনটি বিশেষ বক্তৃতা ও সেমিনার।
Architecture is in a constant state of revision and reformation. New dialogs are necessary to orient how we must practice, perform, and think through architecture. In inaugurating a dialog, the lectures address three critical themes in understanding and appreciating contemporary architecture:
“the architecture of Bangladesh as an evolutionary model,”
“the relationship between architecture and landscape,” and
“the pursuit of the building as almost nothing.”
Each lecture was followed by a seminar that discussed the content in depth along with readings.
Khondaker Hasibul Kabir, Jol O Jongoler Kabbyo
বক্তৃতা-১
আধুনিকতায় বাংলাদেশের স্থাপত্য
বিশ্বের আধুনিক স্থাপত্যের কৃষ্টিতে নতুন চিন্তা ভাবনার উদয়নে যে বাংলাদেশের অবস্থান আছে এটা আমাদের অনেকের অজানা। এই মুহূর্তে বাংলাদেশের সমকালীন স্থাপত্য পৃথিবীর বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছে। এটা একটা বিবর্তনের ফল ও ফসল। আমাদের জানা দরকার এই জাগরণের সূত্রগুলো কোথায়। বিশেষ করে বোঝা দরকার মাজহারুল ইসলাম এবং লুইস কানের মাঝে একরকম বৈপরীত্য থাকলেও বাংলাদেশে কিভাবে তৈরি হয়েছিল দারুণ এক মোহনা। সেখান থেকে প্রবাহিত হয়ে আজকের বহুমাত্রিক “বেঙ্গল স্ট্রিম”।
Lecture 1
Bengali Modernism
Architecture in Bangladesh played a critical role in mid-modern architecture of the world. Now it has risen to new heights of creative production along with a diversity of positions. Lecture discusses the evolution from the early modern to contemporary period, identifying significant ideas and critical streams, and why architecture in Bangladesh is receiving a world-wide attention now.
A public lecture by Kazi Khaleed Ashraf was held on this topic on 29th August at ULAB Auditorium, the first one of the series of three lectures with the overall theme of “Presence of Architecture”.
Click here to watch the video of the lecture.
Louis Kahn, site model for Sher e Bangla Nagar
বক্তৃতা-২
স্থাপত্য একটি ল্যান্ডস্কেপ ঘটনা
স্থাপত্য আর ল্যান্ডস্কেপের সম্পর্ক আদিম ও অবিচ্ছিন্ন। তবে স্থান, কাল ও পাত্র বিশেষে এ সম্পর্কটা ব্যাখ্যা পেয়েছে বিভিন্নভাবে। লুইস কানের চিন্তা ভাবনায় ল্যান্ডস্কেপ যে একটা গভীর জায়গা দখল করে আছে আর এই চিন্তাগুলো যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল সেটা ধরেই এই বিশেষ আলোচনা। আরও বিবেচিত হবে এই চিন্তা ভাবনা থেকে স্থাপত্যকর্মকে নতুনভাবে অনুধাবন করা যায় কিনা। একটা বাড়ি নির্মান মানে ল্যান্ডস্কেপ পুনর্গঠন─ এই কথাটা গ্রহণ করা যায় কিনা।
Lecture 2
Architecture is a Landscape Event
The relationship between architecture and landscape is a primordial one, but it needs constant revision and restating in order to understand anew the act of building. The work of Louis Kahn and other architects will be explored for a revised understanding of that relationship, and for arguing that to build is to reshape the landscape.
A public lecture by Kazi Khaleed Ashraf was held on this topic on 2nd September at Chhayanaut, the second one of the series of three lectures with the overall theme of “Presence of Architecture”.
Click here to watch the video of the lecture.
Gandhara sculpture of the Buddha meeting a forest hermit in his hut
বক্তৃতা-৩
শূন্যতার সন্ধানে, ন্যূনতার আহ্বানে
অধিক বনাম ন্যূনতা। প্রসারিত বনাম পরিমিত। এই দ্বৈততা স্থাপত্যে একটা অবিরত বিরোধ। গৌতম বুদ্ধের গন্ধকুটি থেকে শুরু করে জাপানী “টি-হাউস,” গান্ধীর বাপুকুটি থেকে মিজ ভ্যান ডার রোর মিনিমাল বাড়ি─ এসবই স্থাপত্যের একটা অমীমাংসিত বৈপরীত্যের উদাহরণ আরও সূক্ষ্মভাবে দেখলে এই দ্বন্দ্বটা মনুষ্যত্বে অন্তর্নিহিত। বিনির্মানের ভিতর দিয়ে কেন “কিছু না”-‘র কাছে যেতে চাই, এই নিয়ে আলোচনা।
Lecture 3
The Pursuit of “Nothingness”
It goes by many names: Minimalism, reductivism, poverty, emptiness, sunnyata. From the Buddha’s house to the Japanese teahouse, and from Gandhi to Mies van der Rohe, architecture is in a perpetual tension between excess and less. The task is perplexing. How does each culture and epoch define the limits of architecture, and the paradox of dwelling?
A public lecture by Kazi Khaleed Ashraf on this topic was held on 4th September at Goethe Institute, the last one of the series of three lectures with the overall theme of “Presence of Architecture”.
Click here to watch the video of the lecture.
Past Program
Publication