Research Banner

Bashirul Haque receives the Hamidur Rahman Award

Bashirul Haq (born 24 June 1942) is a Bangladeshi architect, planner and educator. He is one of the most critically acclaimed contemporary architects of South Asia. His works have been widely discussed and praised both nationally and internationally, for their sensitive and environment-responsive style.


পঞ্চাশের ও ষাটের দশকের কীর্তিমান শিল্পী, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপত্য-নকশার প্রধান রূপকার ও আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হামিদুর রাহমানের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ‘হামিদুর রাহমান পুরস্কার’ ২০০৭ সাল থেকে প্রবর্তন করা হয়েছে। এ পুরস্কার প্রদানের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য শিল্পী হামিদুর রাহমানের পরিবার এবং ‘হামিদুর রহমান পুরস্কার’ মনোনয়ন পরিষদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের ‘হামিদুর রহমান পুরস্কার’-এর জন্য স্থপতি বশিরুল হককে মনোনীত করা হয়েছে। বাংলাদেশে স্থাপত্যচর্চার বিকাশে বশিরুল হক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্থাপত্যচিন্তার বহুকৌণিক ক্ষেত্রে তাঁর সৃজন-উদ্যোগ নবীন স্থপতিদের সর্বদা বৃহত্তর জীবনভাবনায় অনুপ্রাণিত করেছে।

Bashirul Haq (born 24 June 1942) is a Bangladeshi architect, planner and educator. He is one of the most critically acclaimed contemporary architects of South Asia. His works have been widely discussed and praised both nationally and internationally, for their sensitive and environment-responsive style.

Haq was born in Brahmanbaria. His father was a Deputy Collector of Sylhet district. For that reason, Haq spent a major part of his childhood there. He completed his Bachelor of Architecture from National College of Arts, Lahore, Pakistan in 1964, and received his Master of Architecture from the University of New Mexico, USA, in 1975. The noted Bangladeshi- American engineer Fazlur Rahman Khan, partner in the prestigious consulting firm SOM, advised Haq to stay in the US and join SOM. But Haq returned to Bangladesh and established Bashirul Haq & Associates in 1977 and started his own practice. In the 45 years of his professional career Haq has designed over 300 buildings. He admits that, at his young age, the works of Alvar Aalto and Aldo Rossi inspired him most. Haq’s architectural style is celebrated for holding on to cultural roots, respecting local context, urban sustainability and the use of natural light and air. His designed buildings are characterized by extensive use of tactile materials such as handmade brick, rough concrete and natural wood.


আগামী ২৮ মার্চ ২০১৯ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ছায়ানট মিলনায়তনে (বাসা-৭২, সড়ক-১৫/এ, ধানমন্ডি, ঢাকা) এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম, স্থপতি নাহাস খলিল এবং সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ কামালুদ্দিন।

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আপনি আমন্ত্রিত।

The award-giving ceremony will take place on the 28th of March at 18:00 in Chhayanaut Auditorium. Renowned artist Monirul Islam, Architect Nahas Khalil and former ambassador Mohammad Kamaluddin will be present at the event.

The event is open for and you are invited.